‘তদন্তে অসহযোগিতা করিনি’, যাদবপুরের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে দাবি মানিকের

  • By UJNews24 Web Desk | Last Updated 27-08-2022, 02:24:12:pm

লুকআউট নোটিসের মাঝে ফোন, ভিডিও কলের পর এবার সশরীরে দেখা মিলল মানিক ভট্টাচার্যের। শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ যাদবপুরের সেন্ট্রাল রোডের ফ্ল্যাটের বারান্দায় দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। প্রথমে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেন। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিচারাধীন বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করা উচিত নয়। বাজার করা, ওষুধ কিনতে যাওয়ার মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার আরজিও জানান তিনি। তবে বাড়ির বারান্দা থেকে নিচে নামার অনুরোধ করলেও, রাজি হননি তিনি।

গোয়েন্দা সূত্রে বলা হয়েছিল, বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যে জন‌্য আইনি পরামর্শ নিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। আইনজীবীদের সঙ্গে পরামর্শের পরই লুকআউট নোটিস জারি করা হয়। আর তারপরই সবাইকে চমকে দিয়ে শুক্রবার দুপুরের পর তাঁর পরিচিত সাংবাদিকদের ভিডিও কলে কথা বলতে শোনা যায় মানিকবাবুকে। তিনি বলেন, ‘‘আমি আমার যাদবপুরের ফ্ল্যাটেই আছি। কোথাও যাওয়ার প্রশ্ন নেই। কোথাও যাইনি। কেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কোনও সদুত্তর আমার কাছে নেই। কারণ এই বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু যে সমস্ত সংস্থা আমাকে যখন যেভাবে, যা সহযোগিতার কথা বলেছে, যা আমার কাছে নির্দেশ এসেছে সেগুলি আমার তরফ থেকে কখনও লঙ্ঘন করা হয়নি। কিন্তু কেন এই বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি জানি না। আমার স্বাভাবিক জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে।’’

 

Share this News

RELATED NEWS