ভারত-পাক মহারণের পর বিরাট-হার্দিককে কী বললেন ‘মারো মুঝে মারো’ খ্যাত পাক ফ্যান?

  • By UJNews24 Web Desk | Last Updated 29-08-2022, 03:11:39:pm

ও ভাই… মারো মুঝে মারো’— মনে পড়ে সেই পাকিস্তানি ক্রিকেট দলের সমর্থককে? ফের একবার লাইমলাইটে ‘মারো মুঝে মারো’ খ্যাত পাক সমর্থক মোমিন সাকিব। ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ মানেই ২২ গজে যেমন একটা রোমাঞ্চকর লড়াই, তেমনই ২২ গজের বাইরেও একটা আলাদা লড়াই চলে দুই দলের সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক ম্যাচ ঘিরে মিনি লড়াই তো চলতেই থাকে। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারত-পাক ম্যাচ এলেই ‘মারো মুঝে মারো’ খ্যাত সাকিব উঠে আসেন চর্চায়। ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর, সাকিবের এক ভিডিও বিদ্যুৎগতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেই সাকিবই এ বার এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পর দেখা করলেন, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও মেন ইন ব্লুকে রবিরাতে বাবরদের বিরুদ্ধে জেতানো নায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে।

পাক ফ্যান মোমিন সাকিব নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট ও হার্দিকের সঙ্গে সাক্ষাতের ভিডিও শেয়ার করেছেন। রবিরাতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের ১০০তম ম্যাচে নেমেছিলেন বিরাট। ১০০তম টি-২০ ম্যাচে বিরাটের ব্যাটে সেঞ্চুরি এলে আরও জমে জেত ম্যাচটা। শেষ অবধি তা হয়নি। ৩৫ রান করার পর উইকেট দিয়ে বসেন ভিকে। ম্যাচের পর সাকিব যখন বিরাটের সঙ্গে দেখা করেন, তিনি বলেন, “আজ একটু দুঃখ পেয়েছি আমি। তবে আশা করছি ফাইনালে আবার আমরা একসঙ্গে খেলব।” বিরাট তখন সাকিবকে বলেন, “হার-জিত… এই সব তো চলতেই থাকে। তোমরাও জয়ের খুব কাছাকাছি ছিলে। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগল।”

 

Share this News

RELATED NEWS