রবিবার মধ্যরাতে ইডি দফতরে অভিষেক-শ্যালিকা মেনকা! আইনজীবী বললেন, কাউকে দেখতে না পেয়ে ফিরে এলাম

  • By UJNews24 Web Desk | Last Updated 12-09-2022, 11:31:35:am

কয়লা পাচার-কাণ্ডে রবিবার মধ্যরাতে টানটান নাটক সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর রয়েছে)। মাঝরাতে আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।

রবিবার রাত সাড়ে ১২ নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে এক টেলিভিশন চ্যানেলে দাবি করেছেন মেনকার আইনজীবী। সেই মতোই আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের কিছু ক্ষণ আগে ইডি দফতরে পৌঁছে যান অভিষেকের শ্যালিকা। বেশ কিছু ক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে তাঁরা ফিরে যান।

 

একটি টিভি চ্যানেলে এই প্রসঙ্গে মেনকার আইনজীবী জানান, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি এএম’-এ মেনকাকে তলব করেছিল ইডি। সেই মতোই তাঁরা ওই সময়ে সিজিও কমপ্লেক্সে যান। মেনকা বলেন, ‘‘আমায় নোটিস পাঠিয়ে রাত সাড়ে ১২টায় ডাকা হয়েছিল, সেই মতো এসেছি।’’ কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময়। এর পর ইডি দফতরের গেটে নিরাপত্তারক্ষীকে মেনকারা জানান যে, তাঁদের ডাকা হয়েছিল বলেই তাঁরা এসেছেন। এ কথা শোনার পর গেট খুলে দেন রক্ষী। তার পর হেঁটে লিফটে করে ইডির অফিসে যান মেনকারা। সে সময় অফিস তালাবন্ধ ছিল বলে দাবি করা হয়েছে। কিছু ক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান। রাত সাড়ে ১২টা নাগাদ মেনকাকে ইডির তলব কেন, তা স্পষ্ট হয়নি।

 

Share this News

RELATED NEWS