মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা থেকে এক ধাপ দূরে বাংলাদেশ, সহেলির হাত ধরে শেষ চারে
- By UJNews24 Web Desk | Last Updated 20-09-2022, 02:45:50:pm
পরের বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় এই প্রতিযোগিতায় খেলার দিকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সোমবার তারা স্কটল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিল।
শাকিব আল হাসানরা সরাসরি এ বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও নিগার সুলতানাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হচ্ছে। রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মহিলারা ১৪ রানে হারায় আয়ারল্যান্ডকে। সোমবার স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ শেষ চারে পৌঁছে গিয়েছে। সেমিফাইনালে জিতলেই তারা মূল পর্বে চলে যাবে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মোট আটটি দল খেলছে। দু’টি গ্রুপে মোট চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল শেষ চারে উঠবে। সেমিফাইনালে বিজয়ী দুই দলই মূল পর্বে যাবে। বাংলাদেশের দুই ম্যাচে চার পয়েন্ট। এই গ্রুপে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের দুই ম্যাচে দুই পয়েন্ট। আমেরিকা দু’টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি।