ছ’বছরের আইনি লড়াই শেষে আদালতে আবার ধাক্কা খেল রাজ্য, কোন পথে এগিয়েছে ডিএ মামলা?

  • By UJNews24 Web Desk | Last Updated 22-09-2022, 04:00:31:pm

মহার্ঘ ভাতা নিয়ে বহু দিন ধরেই চলছে জট। প্রায় ছ’বছর ধরে ডিএ মামলা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছিল। অবশেষে ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এই মামলার আরও একটি রায় ঘোষণা করা হল। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বৃহস্পতিবার রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পূর্ব নির্দেশই বহাল রাখল।

একঝলকে দেখা নেওয়া যাক, এই মহার্ঘ ভাতা নিয়ে চলা দীর্ঘ ইতিহাস। ২০১৬ সালে মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাটে মামলা শুরু হয়। কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ এই মামলা দায়ের করে। এই মামলা শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার নয়। সেই বক্তব্যকেই মান্যতা দেয় স্যাট। কিন্তু স্যাটের এই রায়কে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে কলকাতা হাই কোর্টে মামলা হয়। তখন হাই কোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ স্যাটের রায়কে খারিজ করে। ডিভিশন বেঞ্চ থেকে জানানো হয়, মহার্ঘ ভাতা সরকারের দান নয়, তা কর্মীদের আইনি অধিকার। আবার রায় পুনর্বিবেচনার জন্য মামলাটি স্যাটের কাছেই পাঠায় আদালত। স্যাটের বিচারপতি রঞ্জিতকুমার বাগের বেঞ্চ ২০১৯ সালের জুলাইয়ে রাজ্যকে নির্দেশ দেয়, ছ’মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে।

 

Share this News

RELATED NEWS