আট ঘণ্টার মধ্যে পর পর বিস্ফোরণ দু’টি বাসে! আতঙ্ক ছড়াল জম্মু ও কাশ্মীরের উধমপুরে

  • By UJNews24 Web Desk | Last Updated 29-09-2022, 12:27:43:pm

বুধবার রাতে পর বৃহস্পতিবার সকাল। আট ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে উধমপুরে বিস্ফোরণ ঘটল দু’টি যাত্রিবাহী বাসে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণের ঘটনার ফলে কোনও প্রাণহানি ঘটেনি। মনে করা হচ্ছে কোনও জঙ্গিগোষ্ঠী আতঙ্ক ছড়াতেই এই কাজ করেছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার রাত পৌনে ১১টা নাগাদ উধমপুরের দোমাইল চকের অদূরে রাখা বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনার দু’জন গুরুতর জখম হন। এর পর বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টা নাগাদ দোমাইল চক থেকে ৪ কিলোমিটার দূরে পুরনো বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে বিস্ফোরণ হয়। সেখানে অবশ্য কেউ হতাহত হননি।

আগামী সপ্তাহে জম্মু ও কাশ্মীরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে আতঙ্ক ছড়াতেই জঙ্গিরা এমন করেছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে রাখা যাত্রিবাহী বাসে বিস্ফোরণে ঘটানো হয়েছিল। ওই নাশকতায় হাত ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর। আইএসআই আধিকারিক নাসিরের নির্দেশেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে পুলিশকে জানিয়েছিল গত বছর দিল্লি থেকে ধৃত পাক জঙ্গি মহম্মদ আশরফ।

 

Share this News

RELATED NEWS