রাত পেরিয়ে সকাল, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে এখনও অবস্থানে টেট-উত্তীর্ণরা

  • By UJNews24 Web Desk | Last Updated 18-10-2022, 02:47:26:pm

রাত পেরিয়ে সকাল। নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪ সালে টেট (প্রাথমিকে চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) উত্তীর্ণ 'নট ইনক্লুডেড' প্রার্থীদের অবস্থান বিক্ষোভ এখনও অব্যাহত। সোমবার দুপুর ২টো থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ওই চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সকালেও পর্ষদের অফিসের সামনে বসে রয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নিতে চান না। তাঁদের সরাসরি নিয়োগ করতে হবে। বক্তব্য, তাঁরা প্রত্যেকেই ২০১৪ সালে টেট পাশ করেছেন। তার পর দু’বার ইন্টারভিউও দিয়েছেন। কিন্তু তাঁদের হাতে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। অন্য দিকে, আগামী বুধবার থেকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। বিক্ষোভ দেখানো চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেটে 'ব্যাপক দুর্নীতি' হয়েছে বলেও অভিযোগ তাঁদের। বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়া ব্যক্তিদের অপসারিত করে মেধার ভিত্তিতে টেট-উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করার দাবি তুলেছেন তাঁরা। ২০১৭ সালে প্রার্থীদের সঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনও ভাবেই অংশ নিতে চান না বলে সরব হয়েছেন ওই চাকরিপ্রার্থীরা। পরে অবস্থানরত চাকরিপ্রার্থীদের মধ্যে চার জন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করে তাঁদের দাবিসংবলিত পত্র তাঁর হাতে তুলে দেন।

 

Share this News

RELATED NEWS