‘মদ, তামাক খান, তাতে কোনও সমস্যা নেই…’, জল সংরক্ষণ নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য বিজেপি সাংসদের

  • By UJNews24 Web Desk | Last Updated 08-11-2022, 03:32:31:pm

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপি নেতা (BJP) তথা মধ্য প্রদেশের রেওয়া কেন্দ্রের সাংসদ জনার্দন মিশ্র (Janardhan Mishra)। এবার জল সংরক্ষণ নিয়ে তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এর আগে বাথরুম পরিষ্কার করে তিনি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ারও হয়েছিল।

রবিবার ভোপাল থেকে ৫৩০ কিলোমিটার দূরে মধ্য প্রদেশের রেওয়া জেলায় একটি জল সংরক্ষণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন এই বিজেপি সাংসদ। সেখানে গিয়ে জল সংরক্ষণের কথা বলতে গিয়ে মদ্যপান ও তামাক সেবনের অদ্ভূত রেফারেন্স টেনেছেন। সংবাদ সংস্থা ANI-র তরফে টুইট করা একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রত্যেক জলের স্তর কমছে। যখন এর কোনও বিকল্প নেই এবং অনেক বেশি পরিমাণে জল ব্যবহার হচ্ছে তখন এরকম হতই। টাকা খরচ করলেই একমাত্র এই পরিস্থিতি থেকে বাঁচা সম্ভব।’ তিনি এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় আরও বলেছেন, ‘আমার কোনও সমস্যা নেই। আপনি তামাক সেবন করেন, মদ পান করেন, গাজা সেবন করেন বা থিনারের গন্ধ নেন বা কোনও ধার্মিক কাজে খরচ করেন। তবে জল সংরক্ষণের গুরুত্বটা বুঝুন।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই লোকসভার সাংসদ জনার্দন মিশ্রের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, তাঁর লোকসভা কেন্দ্রের একটি মেয়েদের স্কুলের টয়লেট নিজে হাতে পরিষ্কার করছেন নেতা। খাটখারিতে একটি মেয়েদের স্কুলে বৃক্ষ রোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানে গিয়েই এই কাজ করে সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যান জনার্দন। সেই সময় তিনি বলেছিলেন, ‘সবার পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা উচিত। মহাত্মা গান্ধী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিচ্ছন্নতার বার্তা দিয়েছিলেন।’

 

Share this News

RELATED NEWS