ছেলে-বৌমার সন্তানধারণ করলেন ৫৬ বছর বয়সি প্রৌঢ়া, কেমন করে সম্ভব জানুন

  • By UJNews24 Web Desk | Last Updated 10-11-2022, 12:08:00:pm

ছেলে জেফ হক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ডেলিভারি রুমে তিনি তাঁর মাকে তাঁর কন্যার জন্ম দিতে দেখেছেন। যদিও অনেক মানুষই তাঁর এই কাজকে ভালো চোখে দেখবে না, তবে তাঁদের পরিবার এই বিষয়টিকে সেই ভাবে দেখেনি। ছেলে ও পরিবারের জন্য এই কাজ করতে পেরে অভিভূত প্রৌঢ়াও।

তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন হানা। সূত্রের খবর, সন্তানধারণের খবর জানার দিন ছয়েক পরে ন্যান্সির স্বপ্নে আসে এক খুদে। সে জানায়, তার নাম হানা। সেই থেকেই নবজাতকের নাম হয় হানা।

সূত্রের খবর, বিয়ের পর বৌমা ক্যামব্রিয়ার বন্ধ্যত্বের সমস্যা ধরা পড়ে। তখন তিনি আইভিএফ পদ্ধতিতে যমজ কন্যা সন্তানের জন্ম দেন। বছর তিনেক পর ফের যমজ পুত্রসন্তানের জন্ম দেন, এর পর দুই ঘণ্টার মধ্যে তাঁর পেটে প্রবল যন্ত্রণা ও রক্তপাত শুরু হতে থাকে। চিকিৎসকরা জানতে পারেন তিনি হিস্টেরেক্টমি নামক রোগে আক্রান্ত। তাই সন্তানধারণ করলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। তাই আইভিএফ পদ্ধতিতে প্রৌঢ়া ন্যান্সি নিজেই ছেলের কাছে সারোগেট মা হওয়ার প্রস্তাব রাখেন। এখন প্রশ্ন হল গর্ভধারণে আইভিএফ কতটা কার্যকর?

প্রাকৃতিক বা জৈবিক উপায়ে যাঁরা সন্তান লাভ করতে পারছেন না, আধুনিক চিকিৎসা-বিজ্ঞান তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেবল পদ্ধতিটাই একটু আলাদা। নলজাত সন্তান আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতোই হবে। চিকিৎসকদের মতে, এই পদ্ধতি শরীরের বাইরে জীবন সৃষ্টি করা হয় বলে চিকিৎসা বিজ্ঞানে একে ইন-ভিট্রো ফার্টিলাইজশন বলে। আমরা চলতি ভাষায় যাকে বলি টেস্ট টিউব বেবি। বিশেষদের মতে ইতোমধ্যেই গোটা বিশ্বে প্রায় ৮০ লক্ষ শিশু আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। কেবল বিদেশে নয় ভারতেও অসংখ্য দম্পতি এই চিকিৎসায় উপকৃত হয়েছেন।

 

 

Share this News

RELATED NEWS