বাংলার তাঁতের নয়া ব্র্যান্ডিং, জেলায় জেলায় 'বাংলার শাড়ি' স্টোর খোলার নির্দেশ মমতার

  • By UJNews24 Web Desk | Last Updated 10-11-2022, 03:13:18:pm

বাংলার তাঁত শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal Chief Minister Mamata Banerjee)। রাজ্যের নিজস্ব স্টাইলের শাড়িকে 'বাংলার শাড়ি' বলে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই স্পষ্ট করে দেন তন্তুজ (Tantuja) বা মঞ্জুষা (Manjusa)-র থেকে এটি একদম আলাদা হবে। এদিন প্রশাসনিক সভায় তিনি বাংলার বিভিন্ন জেলার শাড়িকে এক ছাতের নীচে এনে 'বাংলার শাড়ি' (Banglar Saree) নামে জেলায় জেলায় একটি করে স্টোর করার নির্দেশ দেন।

বিশ্ববাংলার (Biswa Bangla) পর এবার বাংলার ঘরের শাড়িকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনায় তিনি 'বাংলার শাড়ি' (Banglar Saree) নামে ব্র্যান্ডিংয়ের প্রস্তাব দিয়েছেন। এতে বাংলার তাঁতিদের (Bengal Weavers) আয় বাড়বে। আরও বেশি বিক্রি হবে বলে মত মুখ্যমন্ত্রীর। এই নিয়ে সবার আগে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। এদিন রানাঘাটের (Ranaghat) প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''প্রথমে কী কী শাড়ি হয় এটা এক জায়াগায় করে একটা নথিভুক্ত করুন। যারা এটা নিয়ে আগ্রহী। যেমন মহুয়া (মৈত্র), অসীমা এদের নিয়ে একটা কমিটি তৈরি করুন। ওরা তাঁতের জেলার মানুষ। শাড়িটা ভালো বোঝে। অনেক আইডিয়া দিতে পারবে। ধনেখালি, শান্তিপুর, ফুলিয়া, মুর্শিদাবাদ সিল্ক সহ যা যা বাংলায় বোনা হয় সেটা নিয়ে 'বাংলার শাড়ি 'স্টোর করুন। সেখানে বাড়িতে পরার তাঁতও থাকবে আবার সিল্ক, মসলিন, ঢাকাইও থাকবে। এককথায় এক ছাদের নীচে বাংলার তৈরি হওয়া সমস্ত শাড়ি পাওয়া যাবে।''

এখানেই শেষ নয়, বাংলার শাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা সুদূরপ্রসারী। তিনি বলেন, ''শুধু জেলায় জেলায় দোকান নয়। প্রত্যেক বড় বড় মেলায় বাংলার শাড়ির (Bengal Saree) যেন একটা করে স্টল থাকে। তাহলে তাতে বিক্রিও হয়ে যাবে। পুজোর স্টক ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। এখন শীতকাল (Winter Season) আসছে। একটার পর একটা মেলা আছে। সেখানে স্টল দাও তাহলে আর লাভের জন্য তাঁতিদের কারও মুখাপেক্ষী হতে হবে না।''

 

Share this News

RELATED NEWS