ফাঁকা বাড়িতে মহিলাকে গলা কেটে খুন রায়গঞ্জে, শোয়ার ঘরে রক্তাক্ত দেহ দেখলেন ছেলে
- By UJNews24 Web Desk | Last Updated 12-11-2022, 11:20:16:am
নিজের ঘরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুপ্রিয়া দত্ত। একচল্লিশ বছরের ওই মহিলা বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার বিকালে বাড়িতে ঢুকে মাকে শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ছেলে। আঁতকে ওঠেন তিনি। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতার ছেলের দাবি, তিনি এক আত্মীয়ের বিয়ের জন্য টাকা ও গয়না তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন। কোনও অশান্তির ঘটনা ঘটেনি।
তার মধ্যে মহিলার মৃত্যু কী ভাবে হল, ভেবে পাচ্ছেন না কেউ। ঘটনার রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।