শিলিগুড়ির অনুষ্ঠানের মাঝে অসুস্থ হয়ে পড়লেন নীতিন গডকরী, তড়িঘড়ি এলেন চিকিৎসক

  • By UJNews24 Web Desk | Last Updated 17-11-2022, 03:00:03:pm

অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী। একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার সকালে শিলিগুড়ির একটি অনুষ্ঠানে গিয়ে মঞ্চে প্রদীর জ্বালান তিনি। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে বিজেপি সূত্রে খবর। কোনও ক্রমে তাঁকে ধরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তাঁকে দেখতে পৌঁছেছেন চিকিৎসক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রক্তে আচমকা সুগারের মাত্রা নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নিতেই এদিন শিলিগুড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন। সেই অনুষ্ঠানেই মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মঞ্চের কাছে একটি কটেজে রাখা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসককে নিয়ে আসা হয়েছে। আপাতত উঠতে পারছেন না মন্ত্রী। গরম জামাকাপড় পরানো হয়েছে তাঁকে। যদি কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠেন গডকরী, তাহলে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।

এদিন ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে শিলিগুড়ির মানুষের জন্য সড়ক উন্নয়নের বার্তা দিয়েছেন গডকরী। তিনি জানিয়েছেন, ২০২৩-এ শিলিগুড়িতে একটি লিঙ্ক রোড তৈরির কাজ শুরু হবে। এরকম একটি রাস্তা তৈরির দাবি অনেকদিন ধরেই ছিল শিলিগুড়িবাসীর। বিজেপি মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা এলাকার মানুষের কাছে আলাদা তাৎপর্য রাখবে।

উল্লেখ্য, মূলত ১২ কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণ করার হচ্ছে কেন্দ্রের উদ্যোগে। তারই শিলান্যাস হয় এদিন। এক হাজার কোটি খরচে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ২০২৪-এর আগেই সম্প্রসারণের কাজ শেষ হবে বলে জানিয়েছে কেন্দ্র। নতুন রাস্তা তৈরি হলে এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

 

Share this News

RELATED NEWS