বিশ্বকাপ শেষে এ বার ক্লাব ফুটবল, ইপিএলে আজ নামছে আর্সেনাল, লিভারপুল

  • By UJNews24 Web Desk | Last Updated 26-12-2022, 02:25:30:pm

বিশ্বকাপ বিরতি শেষ। এ বারই প্রথম মরসুমের মাঝপথে হল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ছোট ছুটি কাটিয়ে এ বার ক্লাবের দায়িত্বে অনেক ফুটবলারই। আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ শেষে এ বার ক্লাবের হয়ে মাঠে ফিরবেন ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে রয়েছে আর্সেনাল। আজ গভীর রাতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ইপিএল অভিযান শুরু করবে তারা।

বিশ্বকাপ বিরতির আগে প্রথম পর্বে ১৪ ম্যাচ খেলেছে আর্সেনাল। এর মধ্যে এক ডজন জয়। মাত্র ১ ম্যাচে হার ও ড্র। বক্সিং ডে তে ঘরের মাঠে ওয়েস্ট হ্য়ামের বিরুদ্ধে নামছে মিকেল আর্তেতার আর্সেনাল। লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনালের চিন্তা বাড়াচ্ছে ব্রাজিলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের চোট। কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচেই চোট পান জেসুস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারের চেয়েও হতাশার ছিল এক ম্যাচে নেমেই টুর্নামেন্ট থেকে জেসুসের ছিটকে যাওয়া। অভিযোগ উঠেছিল, ক্লাবের হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন। বিশ্বকাপে চোট লুকিয়ে খেলতে গিয়েছিলেন তিনি, এমন অভিযোগও ছিল। ক্যামেরুন ম্যাচের পরই লন্ডন পাড়ি দেন জেসুস। তাঁর অস্ত্রোপচার হয়। এখনও ক্রাচ নিয়ে হাঁটকে হচ্ছে জেসুসকে। ফলে ইপিএলের ময়দানে আপাতত পাওয়া যাবে না জেসুসকে। তাঁর পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে আর এক ব্রাজিলিায়ান গ্যাব্রিয়েল মার্তিনেলিকে। চোটের কারণে দু-একজনকে এই ম্যাচে পাচ্ছে আর্সেনাল। ওয়েস্ট হ্যাম যদিও খাতায় কলমে অনেকটাই দুর্বল। তবু সতর্ক আর্সেনাল শিবির। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আর্সেনালের প্রথম একাদশ হতে পারে- ব়্যামসডেল,তিয়ের্নি, গ্যাব্রিয়েল, সালিবা, হোয়াইট,গ্রানিত জাকা, পার্টে, স্মিথ রো, ওডেগার্ড, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলি।

 

Share this News

RELATED NEWS