পাত্তাই পেলেন না মেসি-এমবাপে, বিশ্বকাপে শেষ হাসি হাসলেন রিচার্লিসনই
- By UJNews24 Web Desk | Last Updated 26-12-2022, 03:46:06:pm
কাতার বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে ছিটকে যেতে হয়েছে। এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করলেও শেষটা হাসিমুখে হয়নি। ২০০২ সালের পর এবারও ঘরে এল না বিশ্বকাপ। অপেক্ষা আরও ৪ বছরের। তবে ব্রাজিল এবার খালি হাতে ফিরলেও রিচার্লিসনের জন্য বিশ্বকাপটা স্মরণীয় হয়ে রইল। তাঁর গোল এবারের বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হল। সার্বিয়ার ম্যাচে রিচার্লিসনের করা গোলই FIFA-র বিচারে কাতার বিশ্বকাপের সেরা গোল। সার্বিয়ার বিরুদ্ধে তাঁর করা দুটিগোলই ছিল চোখ ধাঁধানো, তারমধ্যে দ্বিতীয় গোলটা জায়গা করে নিল ইতিহাসের পাতায়।
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করে ব্রাজিল। গ্রুপস্তরের সেই ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যান নেইমার। পুরো ম্যাচ জুড়ে আক্রমণের মুখে পড়ে অবশেষে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। তবে নেইমার বেরিয়ে গেলেও সেই ম্য়াচে নজর কাড়েন রিচার্লিসন। তিনি ২টি গোল করেন। আর তাঁর সঙ্গে নজর কাড়ে তাঁর পিজন ড্যান্স।
সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের সেই গোলদুটির মধ্যে দ্বিতীয় গোলটি বাই সাইকেল কিকে করেছেন তিনি। FIFA সেটিকে অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃতি দিল। ভোটাভুটির মাধ্যমে এই গোলটিকেই কাতার বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে বেছে নিয়েছে FIFA।