'ভুয়ো শিক্ষক'-এর তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম! ভাইরাল তালিকা ঘিরে শোরগোল

  • By UJNews24 Web Desk | Last Updated 27-12-2022, 11:24:20:am

এবার নিয়োগ বিতর্কে নাম জড়াল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের। তিনি চোপড়ার কালিগঞ্জ হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ বিতর্ক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ৯৫২ জন 'অযোগ্য শিক্ষক'-এর নাম ও OMR শিট প্রকাশ করেছে। এতেই বিধায়ক কন্যার নাম রয়েছে, এমনই দাবি সোশাল মিডিয়ায় ভাইরাল। উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলের পাশাপাশি শিক্ষা মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ মেহেফুজ আলম এই বিতর্ক প্রসঙ্গে অবশ্য বলেন, তাঁদের কাছে এই নিয়ে কোনও নির্দেশ আসেনি। রোশনারা বেগম ২০১৯ সালে ওই স্কুলে ইংরেজির শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এখনও তিনি শিক্ষিকা হিসেবেই কার্য নির্বাহ করছেন। যদিও এই বিষয়ে হামিদুল রহমানের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেখ মেহেফুজ আলম বলেন, “আমার কাছে উপর থেকে কোনও তথ্য আসেনি। তা্লিকায় তাঁর নাম আছে কিনা আমার জানা নেই। তিনি স্কুলেও আসেন।”

 

কয়েক মাস আগেই প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার উত্তরবঙ্গে আরেক বিধায়কের মেয়ের নাম নিয়োগ অনিয়মে উঠে আসায় কার্যত অস্বস্তিতে রাজ্য শাসক দল। চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর সামাজিক মাধ্যমে দুটি OMR শিট পোস্ট করেন। তিনি দাবি করেন এই শিট বিধায়ক হামিদুর রহমানের মেয়ে ও চাকুলিয়া বিধানসভার ২০১৬ সালের BJP প্রার্থী অসীম মৃধার ভাইয়ের। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আলী ইমরান রমজ ফোনে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। এবারে তৃণমূল বিধায়কের মেয়ের নামের পাশাপাশি BJP প্রার্থীর ভাইয়ের নামও প্রকাশ পেয়েছে। এতেই স্পষ্ট যে তৃণমূল যতই জোর গলায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুক যে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে আসলে তা নয়।

 

Share this News

RELATED NEWS