'পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে আসছে...', বন্দে ভারতের ঘটনা নিয়ে আক্রমণ শুভেন্দুর

  • By UJNews24 Web Desk | Last Updated 03-01-2023, 03:37:25:pm

 মঙ্গলবার মালদা জেলার গাজোলে মানুষের ন্যায্য অধিকারের দাবিতে BJP-র প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গাজোলের শঙ্করপুর বিএসএ ময়দানে উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির ডাকে বিজেপির কর্মীসভায় এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থলে ভিড় বাড়তে থাকে। আবাস যোজনার টাকায় বেনিয়ম নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। প্রধান বক্তা শুভেন্দু বলেন, "এখনকার পঞ্চায়েতে তৃণমূলের লোকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাপ্পা মেরে জিতেছে। ঘর থেকে শৌচাগার, সব টাকা এরা খেয়ে ফেলেছে। এটাই তৃণমূলের আসল চরিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য আবাস যোজনা চালু করেছিলেন। রাজ্য ৪০ লক্ষ ঘরের টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু মানুষ সেই টাকা পায়নি, তৃণমূলের পঞ্চায়েত সব টাকা খেয়ে নিয়েছে। ঘর পাওয়ার জন্য ২০-৩০ হাজার টাকা কাটমানি নিয়েছে। যোগ্যরা প্রকল্পের টাকা চাইলে এই জেলার সব পঞ্চায়েত ও জেলা পরিষদের আসনে বিজেপিকে জেতাতে হবে।"

মালদার জনসভা থেকে তৃণমূলকে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। মালদার কুমারগঞ্জে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল। সেই প্রসঙ্গও শোনা গিয়েছে তাঁর মুখে। তিনি বলেন, "ডবল ইঞ্জিন সরকার এখানে আসছে বলে আমার দৃঢ় বিশ্বাস। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি, তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তর প্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল তা অসম, কোচবিহার হয়ে বাংলায় ঢুকে পড়বে।"

 

Share this News

RELATED NEWS