'সুষ্ঠুভাবেই গঙ্গাসাগর মেলা...' জেলা সফরের আগেই মন্তব্য মমতার

  • By UJNews24 Web Desk | Last Updated 16-01-2023, 02:42:14:pm

 

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার কথা বলে জেলা সফর শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার সকালে হাওড়ার (Howrah) ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড (Dumurjala Helipad Ground) থেকে মুর্শিদাবাদের (Murshidabad) উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে মুর্শিদাবাদের (Murshidabad) উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হেলিপ্যাড গ্রাউন্ডেই (Dumurjala Helipad Ground) সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এদিন তিনি বলেন, "এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) যথেষ্ট সুষ্ঠুভাবে চলছে। স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, এলাকার বিধায়ক, সাংসদরা যথেষ্ট সাহায্য করেছেন। এখনও পর্যন্ত ৬০ লাখ পুন্যার্থী গঙ্গাস্নান করেছেন। আজকেও ১০ থেকে ১৫ লাখ পুন্যার্থী স্নান করবেন। যতদূর জানি আজ বেলা ২টো পর্যন্ত স্নান চলবে।" সারা বছর প্রায় দেড় কোটি পুন্যার্থী এখানে আসেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি আরও বলেন, "এবার বেশ কয়েকজন শংকরাচার্য ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ পরিবারের অনেক সদস্যরা এখানে গঙ্গা স্নানে এসেছিলেন।" তিনি তাঁদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

 

Share this News

RELATED NEWS