মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে: অমর্ত্য সেন

  • By UJNews24 Web Desk | Last Updated 16-01-2023, 03:09:26:pm

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (TMC Supremo Mamata Banerjee)। ২০২৪-র লোকসভা ভোটের একবছর আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Nobel Laureate Economist Amartya Sen)। তাঁর কথায়, “আগামী বছরের ভোট কখনই একমুখী বা BJP কেন্দ্রীক হবে না। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি (Regional Parties)।” এই প্রসঙ্গে তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টি ও DMK-র কথা বলেছেন তিনি। এছাড়াও সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) বা CAA লাঘু করা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেখানে ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রসঙ্গ তোলেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “জাতীয় সংহতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছিলেন গান্ধীজি। কিন্তু বর্তমান কেন্দ্রের BJP সরকার CAA লাঘু করতে চলেছে। এই আইন দেশে লাঘু হয়ে গেলে সংখ্যালঘুরা গুরুত্ব হারাবেন। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে বেশি গুরুত্ব পাবেন হিন্দুরা। কারণ হিন্দুরাই এদেশে সংখ্যাগুরু গোষ্ঠী।” সেক্ষেত্রে সংখ্যালঘুরা নানা সমস্যার মুখে পড়তে পারেন বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রতীচী ট্রাস্টের (Pratichi Trust) অনুষ্ঠানে গিয়ে নাম না করে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারকে নিশানা করেন তিনি।

২০১৯-র ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA পার্লামেন্টে পাস করে নরেন্দ্র মোদী সরকার। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই আইনের রূপরেখা এখনও তৈরি করে উঠতে পারেনি সরকার। খুব দ্রুত এই আইনের রূপরেখা তৈরি করে তা লাঘু করা হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। প্রসঙ্গত, এই আইন পাস হওয়ার পরই দেশের একাধিক জায়গায় আন্দোলন দানা বেঁধেছিল। দীর্ঘদিন ধরে দিল্লির শাহিনবাগে চলে বিক্ষোভ। এবার এই নিয়ে আপত্তির কথা শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলাতেও।

 

Share this News

RELATED NEWS