পার্ক স্ট্রিটের জনতাকে গান শুনিয়ে বাবার চিকিৎসার অর্থ সংগ্রহ, চর্চায় শুভমের লড়াই

  • By UJNews24 Web Desk | Last Updated 17-01-2023, 03:35:43:pm

শীতের রবিবার। পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তা। ক্রিসমাস চলেও গেলে, কলকাতার অন্যতম বিলাসবহুল এলাকার জৌলুস এতটুকুও কমেনি। যেদিকেই চোখ যায় যুবক-যুবতীদের ভিড়, সপ্তাহান্তে পার্ক স্ট্রিটে ঠিক যেমনটা হয় আর কী। কারও গন্তব্য পার্ক হোটেল লাউঞ্জ (The Park Hotel), কেউ বা ট্রিঙ্কাসমুখী (Trincas)। Weekend-টা চুটিয়ে উপভোগ করে নিয়ে আবার সোমবার থেকে ব্যস্ত কর্মজীবনে ফিরে যাওয়া। ঠিক তখনই পার্ক স্ট্রিটের জনপ্রিয় অলি পাবের সামনে গিটার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বছর কুড়ি-একুশের এক যুবককে। সামনে রাখা একটি কাগজের বাক্স, তাতে বেশ কিছু ১০০ ও ২০০ টাকার নোট। কিছু বুঝে ওঠার আগেই ঝুলন্ত গিটারে সুরের ঝংকার, শুরু হল বলিউডের জনপ্রিয় গান। পথ চলতি অনেকেই নিজ গন্তব্যে যাওয়ার পথে যুবকের দিকে তাকাচ্ছেন। কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁর গান শুনছেন।

বিষয়টা ঠিক কী? হঠাৎ করে তাঁর পাশের রেলিংয়ে সাদা একটি পোস্টার চোখে পড়তেই গোটা ঘটনাটা স্পষ্ট হল। পোস্টারে লেখা, 'আমার বাবাকে সপ্তাহে তিনবার ডায়ালেসিস করাতে হয়, সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে গান করছি। বাবার চিকিৎসা ও পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি আমি কলেজের পড়াশুনোর ফিও জোগাড় করার চেষ্টা করছি। আপনারা নিজেদের সামর্থ্য মতো টাকা দিয়ে সাহায্য করুন।'

 

Share this News

RELATED NEWS