বিশ সাল বাদ! প্রকাশ্যে কেএলও নেতা জীবন সিংহ

  • By UJNews24 Web Desk | Last Updated 18-01-2023, 02:18:08:pm

ভারত-ভুটান আর্মির যৌথ উদ্যোগে 'অপারেশন ফ্ল্যাশ আউট' শুরু হতেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। ২০০৩-এর সেই অভিযানের কুড়ি বছর পরে ফের প্রকাশ্যে এলেন নিষিদ্ধ সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং ওরফে তমির দাস। মঙ্গলবার সংগঠনের তরফ থেকে জারি করা একটি ভিডিয়োতে দেখা যায়, নাগাল্যান্ডের মন জেলার হাবিবি জঙ্গল থেকে আটজন সঙ্গীর সঙ্গে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেএলও সুপ্রিমো। তাঁদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আলফা নেতা তথা বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিলীপ নারায়ণ। তবে জীবন আত্মসমর্পণ করেছেন কি না, তা এখনও স্পষ্ট না হলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি।

দীর্ঘ আত্মগোপনের প্রথম পর্বে বাংলাদেশে যান জীবন। শেখ হাসিনা (Sheikh Hasina) প্রতিবেশী দেশের ক্ষমতায় আসার পরে সেখান থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হয় কেএলও। এরপর মায়ানমারের গোপন ডেরায় আশ্রয় নেন সংগঠনের প্রধান। এতদিন সেখানেই ছিলেন বলে গোয়েন্দাদের কাছেও খবর ছিল।

 

Share this News

RELATED NEWS