NJP স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জওয়ান, আতঙ্কে যাত্রীরা

  • By UJNews24 Web Desk | Last Updated 19-01-2023, 01:01:19:pm

 শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে বড় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা জওয়ানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে সেনার একটি রেক স্টেশনে ঢোকে। সেসময় রেকে থাকা জলের ট্যাঙ্কারে জল নিতে ওঠেন কয়েকজন সেনা জওয়ান। অসাবধানতার কারণে বিদ্যুতের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন। তড়িঘড়ি জখম সেনা জওয়ানদের রেক থেকে নামানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এনজেপি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। সেনা সূত্রে জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম মণীশ মেহতা। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলেন ADRM সঞ্জয় চিলওয়ার। এই ঘটনায় রেল স্টেশনের মধ্যে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঘটনাটি ঘটেছে। সকাল ৮ টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি ঢোকে। তখনই জল নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সেনা জওয়ানরা। দুর্ঘটনার পর সেনাবাহিনীর জওয়ানরা প্ল্যাটফর্ম ঘিরে রেখেছেন। স্থানীয় সূত্রে খবর, রেল হাসপাতালে এডিআরএমের যাওয়ার পর আহত ৪ জওয়ানকে ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে NJP স্টেশনে সেনা জওয়ানদের একটি ট্রেন ঢোকে। তখন ট্যাঙ্কারে কতটা জল রয়েছে তা দেখতে ওঠেন এক সেনা জওয়ান। তখনই আইটেনশন তারের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে। এই মূহূর্তে আরপিএফ, জিআরপি ও সেনা জওয়ানরা প্ল্যাটফর্ম ঘিরে রেখেছেন। কোনও সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

 

Share this News

RELATED NEWS