1,000 টাকার অর্ডারে খরচ মাত্র 200! জোমাটো ডেলিভারির নয়া প্রতারণা শুনলে চমকে উঠবেন!

  • By UJNews24 Web Desk | Last Updated 24-01-2023, 12:11:32:pm

Zomato, Swiggy থেকে খাবার অর্ডার করেন প্রায় সকলেই। এই ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিতে ডেলিভারিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন অনেকেই। এর মধ্যে কেউ কেউ অতিরিক্ত রোজগারের জন্য অসাধু উপায় অবলম্বন করছেন। Zomato অ্যাপে একটি ফিচারকে কাজে লাগিয়ে অসাধু উপায়ে কেউ কেউ পকেট ভরছেন বলে খবর। ঘুষ নিয়ে অনেকটা সস্তায় খাবার ডেলিভার করছেন এজেন্টরা। মাত্র 200-300 টাকা দিয়ে কেউ কেউ 1,000 টাকার খাবার পেয়ে যাচ্ছেন। কী ভাবে কাজ করছে এই প্রতারণা চক্র? দেখে নিন:

সম্প্রতি LinkedIn - এ Zomato প্রধান দীপিন্দর গোয়েল। সেখানে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছেন তিনি। বিনয় সাতি নামে সোশ্যাল পোস্টে জানিয়েছেন, জোমাটো ডেলিভারির সময় এজেন্ট তাঁকে বলেন, কেন শুধুশুধু অনলাইনে পেমেন্ট করেন? এর পরেই ক্যাশ অন ডেলিভারির পক্ষে সওয়াল করেই সেই ডেলিভারি এজেন্ট। সেই ক্ষেত্রে 700-800 টাকার খাবারে আপনার খরচ হবে মাত্র 200 টাকা। সেই ক্ষেত্রে ডেলিভারি এজেন্ট জোমাটোকে দেখাবে যে গ্রাহক খাবার নিতে অস্বীকার করেছেন। কিন্তু গ্রাহককেই খাবার দেওয়া হবে। তখন গ্রাহক জোমাটো ডেলিভারি এজেন্টকে 200-300 ঘুষ দেবেন।

এই সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। একই পোস্টে জোমাটো প্রধান দীপিন্দর গোয়েলকে ট্যাগ করে বিনয় লেখেন, “আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি এই বিষয়ে কিছুই জানেন না। এটাই জানার পরে সমস্যার সমাধান করতে না পারলে আপনার IIM-এর লোকরা কী করছে?”

 

Share this News

RELATED NEWS