দূরত্ব ভুলে সানিয়ার জন্য 'সারপ্রাইজ পার্টি' দিলেন শোয়েব, ভিডিয়ো ভাইরাল
- By UJNews24 Web Desk | Last Updated 29-01-2023, 06:20:41:pm
দুই সেলিব্রেটি সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়ব মালিকের (Shoaib Malik) নাকি বিচ্ছেদ আসন্ন! দু;জনের নাকি দূরত্ব মিটে যাওয়ার সম্ভাবনাই নেই! গত কয়েক মাস ধরেই এই খবরে সরগরম দুই দেশ ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। তবে ব্যাপারটা যে গুঞ্জন, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন শোয়েব। সানিয়া তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল (Australian Open Mixed Doubles Final 2023) হেরে গেলেও, স্বামী শোয়েব টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই টুইটের জবাবও দিয়েছিলেন সানিয়া। আর এবার স্ত্রী-র সাফল্যে 'সারপ্রাইজ পার্টি' দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই পার্টির দুটি ভিডিয়ো সানিয়া আবার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।
রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সানিয়া। সেখানেই তিনি জানিয়েছেন, মেলবোর্ন থেকে দুবাইয়ে বাড়ি ফেরার পরই দারুণ সারপ্রাইজ পেয়েছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকার জন্য সেজে উঠেছে বাড়ি। বন্ধুবান্ধব, পরিবারের লোকেরা হাজির হয়েছেন সানিয়ার সাফল্য়ের শরিক হতে। ফুলের বোকে হাতে স্ত্রীকে আলিঙ্গন করে স্বাগত জানান শোয়েব। ছেলে ইজহানকে পাশে নিয়ে কেক কাটতেও দেখা যায় সানিয়াকে।