বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যাকে ৫ লক্ষ করে আর্থিক পুরস্কার দিতে চলেছে বাংলা

  • By UJNews24 Web Desk | Last Updated 30-01-2023, 03:14:55:pm

বিবার নেলসন ম্যান্ডেলার দেশে উদ্বোধনী মেয়েদের টি-২০ বিশ্বকাপ (ICC Women’s U19 T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার পর এক নয়, দুই নয়, গুনে গুনে তিনজন বিশ্বচ্যাম্পিয়ন পেয়েছে বাংলা। বিশ্বমঞ্চে তিন বঙ্গকন্যা যেভাবে ছাপ রেখেছে, তাতে বাংলো তো বটেই, গোটা ভারতবর্ষও তাঁদের জন্য গর্বিত। ভারতের হয়ে মেয়েদের বিশ্বকাপজয়ী দলে ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh), হাওড়ার হৃষিতা বসু (Rishita Basu) এবং হুগলির তিতাস সাধু (Titas Sadhu)। প্রথম বার ভারতের মেয়েরা কোনও আইসিসি ট্রফি দেশে নিয়ে এল। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর নিঃসন্দেহে আরও একবার খুশির জোয়ার বইবে। ইতিমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছেন, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো কোচিং স্টাফরা এবং দলের সকল প্লেয়ারদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এ বার বিশ্বকাপজয়ী বাংলার তিন কন্যার জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

 

Share this News

RELATED NEWS