ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন বাইচুং ভুটিয়া

  • By UJNews24 Web Desk | Last Updated 31-01-2023, 03:03:36:pm

রাহুল গান্ধীর নেতত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে সিকিমের নিরাপত্তায় ইনার লাইন পারমিট (ILP)-এর দাবিতে সরব হলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সেই সঙ্গে সিকিম বিধানসভা নেপালিদের আসল সংরক্ষণেরও দাবি করেন হামরো সিকিম পার্টির প্রধান। এ ব্যাপারে সংসদে সরব হওয়ার জন্য কংগ্রেসের (Congress) কাছে আবেদন জানান ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক।

জন্মু ও কাশ্মীরে রবিবার অন্যান্যদের সঙ্গে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় (Congress Bharat Jodo Yatra) পা মেলাতে দেখা যায় বাইচুং -কে। গান্ধীদের কাছে ইনার লাইন পারমিট নিয়ে সমর্থনের পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী তকমা সরানোর দাবি জানান। হামরো সিকিম পার্টির তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমের সর্বাত্মক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ইনার লাইন পারমিট (ILP) কেন জরুরি, তারও ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। এই সংক্রান্ত সমস্যা সমাধানে কংগ্রেস সাংসদদের এগিয়ে আসার আহ্বান জানান বাইচুং।

পদযাত্রা চলাকালীন রাহুল গান্ধী (Rahul Gandhi) বিষয়টি নোট করেছেন বলে জানিয়েছেন হামরো সিকিম পার্টির মুখপাত্র বিরাজ অধিকারী। সিকিমের বিরোধী দল হিসেবে তারা বিধানসভায় নেপালিদের জন্য আসন সংরক্ষণ এবং ILP-এর দাবিতে সবধরনের চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। সিকিমের উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য বলে জানান বিরাজ। আগামী দিনে সিকিম বিধানসভা আসন সংরক্ষণ এবং ILP নিয়ে বিল পেশ এবং কেন্দ্রের অনুমোদনের জন্য যাতে পাঠানো হয়, সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

 

Share this News

RELATED NEWS