কয়লা ভাইপো কে? লেডি কিম কে? জানতে চাইল আদালত

  • By UJNews24 Web Desk | Last Updated 01-02-2023, 01:49:15:pm

রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১৩ নভেম্বর টুইটারে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা। তার প্রেক্ষিতে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন থেকে শো-কজ নোটিস পাঠানো হয় শুভেন্দুকে। কমিশনের সেই নোটিস খারিজের আবেদনে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। বুধবার মামলার শুনানি ছিল। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের পর্যবেক্ষণ, যে টুইটের কথা এখানে উল্লেখ রয়েছে সেখানে ‘কয়লা ভাইপো’-র কথা বলা হয়েছে। বিচারপতি জানাতে চান, “ইনি কে? পরিচয় বা কী? মামলাকারী টুইটে কারোর নাম ব্যবহার করেননি।”

একই সঙ্গে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, “যিনি অভিযোগ করেছেন তাঁর সঙ্গে এই টুইটের সম্পর্ক কী? তাঁর কি কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুন্ন হয়েছে? অভিযোগ যদি সত্যিও হয়, তাহলে মামলাকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ক্ষমতা রয়েছে কমিশনের?”

এ দিন বিচারপতি কমিশনে অভিযোগ দায়েরকারী মহিলা শিল্পা দাসকে প্রশ্ন করেন, “এই টুইটের সঙ্গে আপনার কী সম্পর্ক রয়েছে?” উত্তরে শিল্পা দাসের আইনজীবী রাজর্ষি দত্ত জানান, টুইটের মাধ্যমে শিশু অধিকার লঙ্খণ হতে পারে। একই সঙ্গে বিচারপতির প্রশ্ন, লেডি কিম, তিনি কে? কিম জন উং উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কি বলা হয়েছে? নাকি নিছকই মজা ছিল?” এই মামলার পরবর্তী শুনানি হতে পরের সপ্তাহের বৃহস্পতিবার। ওইদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য অতিরিক্ত হলফনামা জমা দেবেন। অপরদিকে, কমিশনের চেয়ারম্যানের আইনজীবী অনির্বাণ রায় হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন।

 

Share this News

RELATED NEWS