বাজেটে কোনও আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার: মমতা

  • By UJNews24 Web Desk | Last Updated 01-02-2023, 03:14:04:pm

 বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে হওয়া শেষ বাজেটকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এই বাজেটে আশার কোনও আলো নেই। পুরোপুরি অমাবস্যার অন্ধকার।

এদিন বক্তব্যের মাঝেই বাজেট নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কটাক্ষের সুরে বলেন, ''আজ নাকি দারুণ একটা বাজেট পেশ করেছে। কি দারুণ বাজেট! ৩.৭ কোটি টাকা বেকারত্ব। একটা চাকরির কথা নেই। যেটুকু চাকরি ছিল সব সংস্থা বিক্রি করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা আগের বছর ঝপ করে কমে যায়। আর এবছর সব কেটে নিয়েছে। ওদের কাছ থেকে আর ১০০ দিনের কাজ পাওয়া যাবে না। যারা ১০০ দিনের কাজ করেছে তাদের এখন টাকা দেয়নি। আমাদের টাকা আটকে রাখে কোন সাহসে। এটা অপরাধ নয়? এটা সাংবিধানিক অধিকার''

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতে, ''বাজেটে একশ্রেণির মানুষই সুবিধা পেয়েছে। গরিব-মধ্যবিত্তদের জন্য কোনও লাভ নেই। বঞ্চিত হয়েছে দরিদ্ররা। মুদ্রাস্ফীতি আকাশে কর ছাড় দিয়ে কী হবে।'' তিনি প্রশ্ন তোলেন, সেল্ফ হেলফ গ্রুপ, আইসিডিএস-এর জন্য কী করেছে কেন্দ্র বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন সেল্ফ হেলফ গ্রুপ, আইসিডিএস-এর জন্য কী করেছে কেন্দ্র বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এদিন সম্মিলিত জনতার কাছে মুখ্যমন্ত্রী বলেন, ''বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য ঢাকঢোল পিটিয়ে উজ্জ্বলা প্রকল্প (Ujjawala Project) চালু করে, কিন্তু কেউ পেয়েছেন গ্যাস? ওঁরা নাকি গ্যাসের দাম কমিয়েছেন! গ্যাস বেলুন বোঝেন সেই গ্যাস বেলুন এটা। গ্যাসের দাম বেড়ে এখন ১১৭০ টাকা।''

 

Share this News

RELATED NEWS