বীরভূমে দুর্ঘটনার কবলে বাবুলের কনভয়, কেমন আছেন মন্ত্রী?

  • By UJNews24 Web Desk | Last Updated 04-02-2023, 02:35:55:pm

দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয় (West Bengal Minister Babul Supriyo News)। জানা গিয়েছে, শুক্রবার বীরভূমের রামপুরহাটে (Birbhum Rampurhat) এই ঘটনা ঘটে। এদিন বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু, সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের (Sainthia Misroda Petrol Pump) কাছে তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, দু'টি গাড়িই উলটে যায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, বাবুলের এক নিরাপত্তারক্ষীর মাথার আঘাত লাগে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বাবুল। বরাতজোরে রক্ষা পান বাবুল সুপ্রিয়।

 

প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি রামপুরহাটে শো করার কথা ছিল নচিকেতা চক্রবর্তীর। সমস্ত আয়োজন চূড়ান্ত হয়ে গেলেও কিছু কারণবশত তাঁর শো বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। এর জন্য সোশাল মিডিয়ায় ক্ষমাও চান গায়ক। তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বাবুল সুপ্রিয়কে। জানা গিয়েছে, নচিকেতার বদলে রামপুরহাটে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই দুর্ঘটনা। সূত্রের খবর, মন্ত্রীর গাড়িতে একাধিকজন ছিলেন। তাঁরা প্রত্যেকেই আহত হন। গাড়ি এবং অটোটি উলটে যাওয়ার পর তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কমপক্ষে সাত থেকে আট জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

Share this News

RELATED NEWS