দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ফার্স্ট গার্ল মন্ত্রী, স্কুলে গিয়ে আবেগতাড়িত বীরবাহা

  • By UJNews24 Web Desk | Last Updated 04-02-2023, 02:54:04:pm

তিনি সর্বক্ষণের রাজনীতিবিদ, রাজ্যের অন্যতম ব্যস্ত মন্ত্রী। প্রতিদিন দফতর ও দলের কাজে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছোটাছুটি করতেই ব্যস্ত বীরবাহা হাঁসদা। কিন্তু, শুক্রবার সম্পূর্ণ অন্যরূপে ধরা দিলেন ঝাড়গ্রামের বিধায়ক। ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করলেন বীরবাহা। তিনি এই স্কুলের প্রাক্তন বলেই জানা গিয়েছে। ২০০০ সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন বীরবাহা। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় প্রাক্তনীদের জন্য ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর তাতে অংশগ্রহণ করেই কামাল করেন মন্ত্রী। এই প্রতিযোগিতায় মন্ত্রী ছাড়াও বিদ্যালয়ের বর্তমান দুই শিক্ষিকা তনুশ্রী নায়েক ও সুনিতা দে অংশগ্রহণ করেছিলেন। তাঁরাও এই স্কুলের প্রাক্তন ছাত্রী ছিলেন। দৌড়ে দ্বিতীয় হন ম্যানেজিং কমিটির সদস্য অনিন্দিতা রাউত। বীরবাহার হাতে জয়ের পুরস্কার তুলে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন।

দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে বীরবাহা বলেন," খুবই ভালো লাগছে । সেই ছোটবেলায় ফিরে যাওয়া । এত কাজের চাপ থাকে সেই জায়গার থেকে নিজের স্কুলে এসে খেলতে নামার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের । দিদিমণিরা সবাই রয়েছেন,খুব ভালো লাগছে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল । এত চাপের মধ্যে এত ভালবাসা পেলাম এখানে এসে। আমি খুব উপভোগ করেছি।'

১ ফেব্রুয়ারি থেকে ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের স্কুল মাঠেই অনুষ্ঠিত হয়েছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্কুলের ছাত্রীদের জন্য দৌড়, হাই জাম্প, লং জাম্প , কাবাডি, রিলে রেস, সিডেল রেস, যোগাসন, মিউজিকাল চেয়ার, যে যেমন খুশি সাজো সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষদিন ছিল। ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষও ক্রীড়া প্রতিযোগিতার শেষদিনে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষিকাদের জন্য গুলি চামচ দৌড় এবং পুরুষ স্কুলকর্মীদের জন্য লৌহ বল নিক্ষেপ প্রতিযোগিতা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, 'পয়লা ফেব্রুয়ারি থেকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ এই প্রতিযোগিতার শেষ দিন । বিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষিকা ও স্কুলকর্মীদের জন্য প্রতিযোগিতা হয়েছিল। প্রাক্তনীদের জন্য দৌড় প্রতিযোগিতা হয়েছিল। মন্ত্রীর অংশগ্রহণে আমরা খুবই খুশি হয়েছি।'

 

Share this News

RELATED NEWS