স্ত্রীকে ফাঁকি দিয়ে উত্তরে সংসার পাতেন সৌমিত্র? ‘দলের কাজ বলে যেতেন’, আদালতে ‘ফাঁস’ সুজাতার
- By UJNews24 Web Desk | Last Updated 04-02-2023, 03:23:51:pm
বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে দাঁড়িয়ে স্বামী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে আবার বিস্ফোরক দাবি করলেন সুজাতা মণ্ডল। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাঁর স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র তাঁকে দিনের পর দিন ঠকিয়েছেন। সুজাতার কথায়, “স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে অন্য নারীর আগমন ঘটলে এবং তা জানতে পারলে সেই স্বামীর সঙ্গে আর কত দিন থাকা যায়?”
শুক্রবার বিবাহবিচ্ছেদের মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দেন সৌমিত্র এবং সুজাতা। আদালত থেকে চোখে জল নিয়ে বেরিয়ে যান সৌমিত্র । এর পর বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন সুজাতা। সৌমিত্র অবশ্য পুরো বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে এড়িয়ে গিয়েছেন।
সুজাতার অভিযোগ, তিনি প্রতারিত হয়েছেন। তাঁকে হুমকিও দিয়েছেন সৌমিত্র। তাঁর কথায়, “এত দিন পর্যন্ত আমার বোনের বিয়ে হয়নি। আমাকে হুমকি দেওয়া হয়, আমি যদি মুখ খুলি, তা হলে আমার বোনের বিয়ে ভেঙে দেওয়া হবে। তাই আমি এত দিন মুখ খুলিনি।’’ তাঁর সংযোজন, ‘‘আমি আমার স্ত্রীর কর্তব্য করে গিয়েছি। আমি বুঝতে পারিনি যে, আমি যখন তাঁর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলাম, তখন তিনি (সৌমিত্র) উত্তরবঙ্গে গিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন।”
২০১৬ সালের ১ জুলাই বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা সুজাতাকে বিয়ে করেন বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র। দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে সৌমিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপি তাঁকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। তবে একটি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি। তাঁর হয়ে প্রচার সামলান স্ত্রী সুজাতা।