'সব ঘোমটা খুলে যাচ্ছে...', তৃণমূলকে আক্রমণ মীনাক্ষীর

  • By UJNews24 Web Desk | Last Updated 06-02-2023, 03:47:25:pm

সম্প্রতি একাধিক সমবায় সমিতির নির্বাচনে রাম-বাম এক হয়ে লড়ার অভিযোগ উঠেছে রাজ্যে। সেই প্রসঙ্গ টেনে কেশপুর (Keshpur) থেকে CPIM এবং BJP-কে একযোগে আক্রমণ করতে শোনা যায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। অভিষেকের অভিযোগ উড়িয়ে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ ডিওয়াইএফআই (DYFI) সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee )। তাঁর কথায়, তৃণমূল জনসমর্থন গড়ে তুলতে এটা নতুন 'তাস' হিসাবে ব্যাবহার করছে।

রবিবার অনুর্ধ ১৯ টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ টিমের সদস্যা ঋষিতা বসুকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে আসেন DYFI সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। হাওড়ার (Howrah) বালিটিকুরী বিবেকানন্দ পল্লীতে তাঁর বাড়িতে আসেন মীনাক্ষী। উল্লেখ্য, গতকালই কেশপুরের সভা থেকে অভিষেক কটাক্ষ করেন, "সিপিএম-BJP-কে বলব দলাদলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তাও তৃণমূলকে হারাতে পারেনি।" মীনাক্ষীর জবাব, "আসলে আসতে আসতে সব ঘোমটা খুলে যাচ্ছে। তাই নতুন কিছু তাস দেওয়ার জন্য এসব বলা হচ্ছে। শাসকদলের নেতারা যত দুর্নীতি চুরির সঙ্গে যুক্ত সেই নামগুলো পরিষ্কারের ব্যবস্থা করুক।"

 

Share this News

RELATED NEWS