পঞ্চম শ্রেণির ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ অভিভাবকদের

  • By UJNews24 Web Desk | Last Updated 07-02-2023, 02:27:24:pm

ক্লাস ফাইভের স্কুল ছাত্রীকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষকদের মধ্যে। এমনই অভিযোগ সামনে এসে বালুরঘাটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি জানতে পেরে প্রতিবাদে সরব অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কুড়মাইল প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে স্কুলের নোংরা শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ তুলে জেলা ডিপিএসসির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী থেকে অভিভাবকেরা। সোমবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্পাদক, সভাপতি অফিসে না থাকায়, ডেপুটেশন নেন শিক্ষা আধিকারিক নীরেন মালাকার। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত শনিবার কুড়মাইল প্রাথমিক স্কুলের ক্লাস ফাইভের এক ছাত্রীকে দিয়ে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করানো হয়। ওই দিন বাড়ি ফেরার পর থেকে অন্যরকম ব্যবহার করছিল ওই ছাত্রী। বিষয়টি পরিবারের নজরে আসতেই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার? এরপরই সে পরিবারকে পুরো বিষয়টি জানান। ওই স্কুলের এক শিক্ষিকা তাকে দিয়ে জোর করে স্কুলের শৌচাগার পরিষ্কার করায়। এই বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরদিন অর্থাৎ রবিবার স্কুল ছুটি থাকায় সেই দিন কাউকে অভিযোগ জানাতে পারেননি তারা। সোমবার স্কুল গিয়ে ক্ষোভ প্রকাশের পরই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি অফিসে যান ওই স্কুলের অভিভাবকরা। সঙ্গে ছিলেন ক্লাস ফাইভের ওই ছাত্রীর অভিভাবকেরাও।

 

Share this News

RELATED NEWS