হল না ‘সোনার দুর্গা মূর্তি’ উদ্ধার, খালি হাতেই ফিরতে হল প্রশাসনিক কর্তাদের

  • By UJNews24 Web Desk | Last Updated 08-02-2023, 03:20:54:pm

‘সোনার দুর্গা মূর্তি’ (Gold Durga Idol) নিয়ে যেতে এসে খালি হাতেই ফিরতে হল জেলা প্রশাসনিক কর্মকর্তাদের। এদিন প্রশাসনিক কর্মকর্তাদের মূর্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে মালদা (Malda) জেলার মানিকচক (Manikchawk) থানার কালিন্দ্রী ঘোষপাড়া এলাকায় মূর্তি উদ্ধারের ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক, ব্লক BDO সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত হন মূর্তি উদ্ধারের ঘটনাস্থলে।

দেখা যায়, এলাকা জুড়ে দুর্গা মূর্তিকে (Gold Durga Idol) ঘিরে পূজো অর্চনায় মেতে রয়েছেন গ্রামের বাসিন্দারা। সোমবার মানিকচক (Manikchawk) ব্লকের অন্তর্গত কালিন্দ্রি ঘোষপাড়া এলাকায় পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধারের ঘটনা সামনে আসে। গ্রাম সূত্রে খবর, মূর্তি উদ্ধারের পর থেকেই গ্রামের মানুষ পূজো অর্চনায় মেতে উঠেছেন। প্রাথমিকভাবে মূর্তিটির সোনার বলে অনুমান করছেন এলাকাবাসী।

তবে প্রশাসনিকভাবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। সেই লক্ষ্যেই এদিন সদর মহকুমা শাসকের উপস্থিতি ও BDO-র উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। গ্রামবাসীদের মূর্তি নিয়ে যাওয়ার কথা বলেন তাঁরা। কিন্তু গ্রামবাসীরা কোনোভাবেই রাজি হননি। গ্রামবাসীদের দাবি, মূর্তি নিয়ে যেতে হলে ফিরিয়ে দেওয়ার স্বীকারোক্তি দিতে হবে। তা না হলে নিয়ে যেতে দেওয়া হবে না বলে প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়ে দেন গ্রামবাসীরা। অবশেষে খালি হাতেই ফিরে যেতে হয় প্রশাসনিক আধিকারিকদের। এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী জানান, "এই মা দুর্গার মূর্তি আমাদের গ্রামেই পাওয়া গিয়েছে, গ্রামবাসীরাই এই মূর্তি খুঁজে পেয়েছেন। সেই সময় তো প্রশাসনের কোনও আধিকারিক ঘটনাস্থলে ছিলেন না। তাহলে আজ কেন তাঁরা এই মূর্তি নিয়ে যেতে উঠেপড়ে লেগেছেন বুঝতে পারছি না। এই মূর্তি গ্রামের সম্পত্তি। বাইরের কাউকে দেওয়া হবে না এই মূর্তি।"

 

Share this News

RELATED NEWS