মমতার বক্তব্যে ফিরল নৃপেণের 'দুঃখের' কথা

  • By UJNews24 Web Desk | Last Updated 08-02-2023, 03:23:54:pm

 ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী (Nripen Chakraborty) তাঁকে ডেকে অনেক দুঃখের কথা শুনিয়েছিলেন। আগরতলায় (Agartala) নির্বাচনী সভায় এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরার প্রবাদপ্রতীম এই সিপিএম নেতাকে তিনি শ্রদ্ধা করেন বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। যদিও সিপিএম (CPIM) নেতৃত্ব মমতার সঙ্গে নৃপেনের কথোপকথনের বিষয়টি হাস্যকর বলেই উড়িয়ে দিয়েছে। আগরতলায় নির্বাচনী সভায় মমতা মঙ্গলবার জানান, নৃপেন চক্রবর্তী তাঁকে ডেকে তাঁর গান শুনেছিলেন এবং অনেক দুঃখের কথা বলেছিলেন। মমতার কথায়, 'আমি গান শোনানোর পর উনি অনেক দুঃখের কথা বললেন। সেই কথা মন দিয়ে শুনেছিলাম। তাই বলছি, এই সিপিএম আর সেই সিপিএম নেই। এই কংগ্রেস আর সেই কংগ্রেস নেই। যদি থাকত আমাদের কংগ্রেস ছেড়ে বেরোতে হতো না। আমি অনেক দিন আগে বলেছিলাম, সিপিএম হচ্ছে কংগ্রেসের বি-টিম। যদি আমরা তৃণমূল কংগ্রেস না করতাম কোনও দিন বাংলায় পরিবর্তন হতো না।' যদিও তৃণমূল নেত্রীর এই মন্তব্য নিয়ে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, 'প্রয়াত নৃপেন চক্রবর্তীও জানতেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনে দুঃখের কথা বলেছিলেন। বিজেপি বিরোধী ভোট কাটতে তৃণমূল নেত্রী এখন বিজেপির নির্দেশে ত্রিপুরায় গিয়েছেন।'

ত্রিপুরায় যে নেতাদের হাত ধরে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল, তাঁদের অগ্রগণ্য ছিলেন নৃপেন। ১৯৭৭-এ তাঁর হাত ধরেই ত্রিপুরায় প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় আসে। দীর্ঘ এক দশক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৫-এ নৃপেনকে সিপিএম বহিষ্কার করে। ২০০৪-এ প্রয়াণের আগে সিপিএম প্রবীণ এই নেতাকে দলের সদস্যপদ ফিরিয়ে দেয়। নৃপেনের আমলের সিপিএম এবং পরবর্তী সময়ের সেই দল যে এক নয়, তা বোঝাতেই তৃণমূল নেত্রীর বক্তব্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ উঠে আসে। মমতার কথায়, 'সিপিএমের সরকার আপনারা দেখেছেন। যদিও আমি নৃপেন চক্রবর্তীকে শ্রদ্ধা করি তার কারণ উনি আমাকে একবার ডেকেছিলেন, তিনি সত্যিই কষ্ট করে সিপিএম পার্টি তৈরি করেছিলেন।'

 

Share this News

RELATED NEWS