'অভিষেকের সভাতেই উত্তরবঙ্গের আরও ৩ BJP বিধায়ক তৃণমূলে...', রবীন্দ্রনাথ ঘোষের দাবিতে শোরগোল

  • By UJNews24 Web Desk | Last Updated 08-02-2023, 03:25:26:pm

 উত্তরবঙ্গের বঙ্গ বিজেপিতে ভাঙন হতে চলেছে আরও গভীর। কোচবিহারের পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের (Rabindra Nath Ghosh) দাবিতে ব্যাপক শোরগোল। উত্তরবঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আসন্ন জনসভাতেই যোগদান করতে চলেছেন আরও উত্তরেরই তিন বিজেপি বিধায়ক বলে দাবি করেছেন উত্তরবঙ্গের দাপুটে নেতা ঘাসফুলের রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকদের সামনে তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, কোচবিহারের তিন বিধায়ক সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চলছেন। খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন বলে দাবি রবীন্দ্রনাথ ঘোষের ।

এদিন তৃণমূলের রাজ্য সহ সভাপতি আরও বলেন, ''যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারবে না। কারণ তাদের একটাই লক্ষ্য সেটা হল বাংলা ভাগ। আর বিজেপি যত এধরনের ঘটনা ঘটাবে, ততই ওদের বিধায়ক সংখ্যা কমতে থাকবে।'' কোচবিহার জেলায় ৯ টি বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৬। তৃণমূলের বিধায়ক সংখ্যা ৩। কিছুদিন আগে মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল চন্দ্র বর্মন দাবি করেছিলেন যে তাঁকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ঘটনার কিছুদিনের মধ্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে রবিবার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই ঘটনার পর আরও বেশকিছু বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা শোনা যায়। গোটা বিষয়টিতে নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব।

 

Share this News

RELATED NEWS