বিজেপিতে যোগ দিয়েই কেজরীবালের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিল্লির আপ কাউন্সিলরের

  • By UJNews24 Web Desk | Last Updated 24-02-2023, 12:38:16:pm

দিল্লি পুরনিগমের নির্বাচন সম্পন্ন হয়েছে গত বছর ডিসেম্বর। তার পর থেকে মেয়র নির্বাচন করতে গিয়ে হইহই কাণ্ড। বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, মারামারির জেরে একাধিক বার বাতিল হয়েছে মেয়র নির্বাচন। বৃহস্পতিবারও মেয়র নির্বাচন ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে দিল্লি পুরনিগম। তবে নির্বাচিত কাউন্সিলরদের ভোটে শেষ অবধি মেয়রের পদে বসেছেন আপের প্রার্থী শেলি ওবেরয়। কিন্তু এর পর নাটকে ইতি পড়েনি। শুক্রবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন দিল্লির এক কাউন্সিলর। পদ্মশিবিরে যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। জানালেন, দিল্লি পুরনিগমের অন্দরে অশান্তি করার জন্য তাঁকে চাপ দিত আপ শিবির। এই ধরনের রাজনীতির ফাঁদে পড়ে দম বন্ধ হয়ে আসছিল তাঁর। আপ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া ওই কাউন্সিলরের নাম পবন শেরায়াত। তিনি ভাবনা এলাকার একটি ওয়ার্ড থেকে আম আদমি পার্টির টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন।

গত বছর ডিসেম্বর মাসে দিল্লি পুরনিগমের ভোটে ১৩৪ আসনে জিতেছিল অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। কংগ্রেস জেতে ৯টি আসনে। এর পর থেকেই দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন ঘিরে বার বার অশান্তিতে জড়িয়েছেন আপ এবং বিজেপি কাউন্সিলররা। এর জেরে তিন বার ভেস্তে গিয়েছিল মেয়র নির্বাচনের প্রক্রিয়া। এর মধ্যেই দিল্লির উপরাজ্যপাল মনোনীত সদস্যদের মেয়র নির্বাচনে ভোটদানের অধিকার নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়। তখন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ। সেই আবেদনের সুপ্রিম কোর্ট জানায়, উপরাজ্যপাল মনোনীত প্রার্থীরা মেয়র নির্বাচনে অংশ নিতে পারবে না। এই রায়ের পর সংখ্যার বিচারে আপ প্রার্থীর জয় নিয়ে কোনও সংশয় ছিল না।

 

Share this News

RELATED NEWS