বাড়ির সামনেই পরপর গুলি পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সঞ্চালিকাকে

  • By UJNews24 Web Desk | Last Updated 25-02-2023, 12:55:47:pm

এ যেন আরও এক মালালা ইউসুফজাই! রূপান্তরকামী হিসেবে সঞ্চালনার কাজে যোগ দিয়ে পাকিস্তানে কার্যত ইতিহাস তৈরি করেছিলেন বছর ২৬-এর মারভিয়া মালিক। এক পাক সংবাদমাধ্যমে কাজ করতেন তিনি। মানুষের কাছে গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল তাঁর। এবার সেই মারভিয়াকে লক্ষ্য করে গুলি চালাল কেউ বা কারা। পরপর ২ টি গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন মারভিয়া। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরেই তাঁর কাছে হুমকি দিয়ে মেসেজ আসছিল। রূপান্তরকামী হয়েও তিনি কেন সংবাদপাঠের মতো কাজ করছেন, সে কারণেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

 

মারভিয়া জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই রূপান্তরকামীদের পক্ষে কথা বলছেন। আর তাতেই আপত্তি রয়েছে অনেকের। সেটাই এই হামলার কারণ বলে মনে করছেন তিনি। নিরাপত্তার স্বার্থে তাঁকে লাহোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সম্প্রতি একটি অস্ত্রোপচারের জন্য লাহোরে ফিরেছেন তিনি, আর সেই সময়েই এই ঘটনা ঘটে। ওষুধ দোকান থেকে ফেরার সময় বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু কোনও ক্রমে বেঁচে যান তিনি।

২০১৮ সালে সঞ্চালিকার কাজে যোগ দিয়ে পাকিস্তানের মাটিতে নজির তৈরি করেছিলেন মারভিয়া। পাকিস্তানের কোহিনূর নিউজে কাজ করতেন। তবে তিনি বারবার দাবি করেছেন, এই কাজটা তাঁর পক্ষে সহজ ছিল না। তিনি জানিয়েছিলেন, অন্যান্য রূপান্তরকামীদের মতোই তাঁর স্বপ্নি সত্যি করতে গিয়ে পরিবারের তরফেও বাধা পেতে হয়েছিল। আর সেই চাকরি পেয়ে যাওয়ার পর স্বপ্ন সত্যি হয় তাঁর।

 

Share this News

RELATED NEWS