'উত্তরবঙ্গের শিশুদের প্রাণের কি কোন দাম নেই ?', মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট শিলিগুড়ির বিজেপি বিধায়কের

  • By UJNews24 Web Desk | Last Updated 01-03-2023, 03:00:02:pm

 অ্যাডিনো ভাইরাস ( Adenovirus ) নিয়ে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) আক্রমণ শিলিগুড়ির বিজেপি ( BJP )  বিধায়ক।

শঙ্কর ঘোষ ( Shankar Ghosh ) লেখেন, ' উত্তরবঙ্গের শিশুদের প্রাণের কি কোনও দাম নেই? কলকাতায় যখন অ্যাডিনো ভাইরাস নিয়ে সরকারি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সেই তৎপরতা উত্তরবঙ্গে কোথায়? অবিলম্বে এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করছি। '

এদিন শিলিগুড়ি সদর হাসপাতাল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সুপারের সঙ্গে বৈঠক করেন। বিজেপি বিধায়কের প্রশ্ন, উত্তরবঙ্গে সংক্রমণ শুরু হলে তার প্রস্তুতি কোথায়? কলকাতার মতো কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। অ্য়াডিনো-চিকিৎসার পরিকাঠামো না থাকার কথা স্বীকার করেছেন হাসপাতালের সুপার। 

রাজ্যজুড়ে থাবা বিস্তার করছে অ্যাডিনোভাইরাস। দিকে দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। শ্বাসকষ্টন নিউমোনিয়া ইত্যাদির কারণে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। ভরে গিয়েছে অধিকারংশ হাসপাতালের শিশু-বিভাগের বেড। হাহাকার আইসিইউ-এ। কলকাতায় খারাপ অবস্থা নিয়েও অনেকে হাসপাতালে বেড পাচ্ছে না বলে অভিযোগ । এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে সময়োপযোগী পরিকাঠামো গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Share this News

RELATED NEWS