'অনুব্রতকে কষ্ট দিলে BJP কর্মীরাও তা অনুভব করবে...', হুঁশিয়ারি তৃণমূল নেতার

  • By UJNews24 Web Desk | Last Updated 06-03-2023, 03:52:46:pm

 দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। বিষয়টা এখন অনেকটাই নিশ্চিত। গোরু পাচার কাণ্ডের আরও দুই প্রধান অভিযুক্তকে সামনে বসিয়ে অনুব্রতকে জেরা করতে চাইছে ED। অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে মুখ খুলতে চাইছে না একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্বও।

তবে অনুব্রত ইস্যুতে এবার বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা গদাধর হাজরা। "দিল্লিতে অনুব্রত মণ্ডলকে কষ্ট দিলে সেই কষ্টটা এখানে BJP কর্মীরাও অনুভব করবে" – এমনই হুঁশিয়ারি দিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

জেলার কোর কমিটিতে জায়গা পেয়েই কার্যত দলের জনসংযোগ বাড়াতে জেলা চষে বেড়াচ্ছেন কাজল শেখ। রবিবার নানুর বিধানসভার কীর্ণাহার এক নম্বর অঞ্চলেও একটি সভা করেন তিনি। সেই মঞ্চ থেকেই অনুব্রতকে নিয়ে মন্তব্য করতে শোনা যায় তৃণমূলের প্রাক্তন এই বিধায়ককে।

রবিবার তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, বীরভূম জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান সহ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া প্রসঙ্গ নিয়ে BJP কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে সেই কষ্টটা এখানকার যারা BJP কর্মী আছে তারাও অনুভব করবে।" যদিও এদিনের মঞ্চে তথাকথিত অনুব্রত শিবির বিরোধী নেতা কাজল শেখ এবং গদাধর হাজরাকে একমঞ্চে দেখা যাওয়ায় নতুন জল্পনা তৈরি হয়েছে।

 

 

Share this News

RELATED NEWS