হোলির বিজ্ঞাপনে ডিম! হিন্দুদের কাছে ক্ষমা চাক Swiggy, দাবি উঠল নেটমাধ্যমে

  • By UJNews24 Web Desk | Last Updated 07-03-2023, 05:16:06:pm

হোলির আগে বিশেষ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক বাড়ল সুইগির জন্য। হোলিতে সুইগি ইনসটামার্টের বিলবোর্ডের বিজ্ঞাপনে ক্ষুব্ধ অনেকেই। ইতিমধ্যেই সুইগিকে হিন্দুফোবিক বলা শুরু করেছে। পাশাপাশি টুইটারে ট্রেন্ড করছে #HinduPhobicSwiggy। বহু মানুষ সুইগি আনইনস্টল করার ডাকও দিয়েছেন।

YouTuber এলভিশ যাদব, প্রাচী সাধ্বীও #HinduPhobicSwiggy হ্যাশট্যাগ ট্রেন্ড করানোর জন্য আবেদন করেছেন। হোলির বিজ্ঞাপনে ডিম ও তাদের #BuraMatKhelo হ্যাশট্যাগ দেখে অনেকেই সরব হয়েছেন।

সুইগির বিজ্ঞাপন নিয়ে একের পর এক টুইট করেছেন প্রাচী সাধ্বী। তিনি মানুষের কাছে আবেদন জানিয়ে লিখেছেন- 'এক লাখ টুইট করুন। সুইগিকে সনাতনীদের ক্ষমতা দেখান।' অন্য একটি টুইটে তিনি সুইগি অ্যাপটি আনইনস্টল করার আবেদন করেছেন। একটি অপর টুইটে তিনি দাবি করেন, সব সনাতনীদের উচিত, #HinduPhobicSwiggy এই হ্যাশট্যাগকে ট্রেন্ড করা।

 

Share this News

RELATED NEWS