হোলিতে ধূপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩৫ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

  • By UJNews24 Web Desk | Last Updated 09-03-2023, 02:54:37:pm

হোলিতে ধূপগুড়ি সুপার মার্কেটে (Fire in Dhupguri Super Market) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একটি গোডাউন-সহ ১৫ টি দোকান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, বুধবার দুপুরে ওই বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ধূপগুড়ি দমকলকেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসে পুলিশ। আগুন নেভাতে দমকলকর্মীদের সাহায্যের হাত বাড়ান স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে একটি গোডাউন-সহ কমপক্ষে ১৭টি দোকান পুড়ে গিয়েছে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরে সুপার মার্কেট চত্বরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা দোকানগুলিতে আচমকাই আগুন লেগে যায়। একাধিক দোকানে ঘরে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যাগ মজুত থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী একটি পেঁয়াজের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি বড় ইঞ্জিন সহ তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে ময়নাগুড়ি থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পাশাপাশি ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

 

Share this News

RELATED NEWS