ইমরানের বাড়ির সামনেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার পিটিআই কর্মী-সমর্থকদের, মৃত্যু ১ কর্মীর

  • By UJNews24 Web Desk | Last Updated 09-03-2023, 03:19:49:pm

 পিটিআই সমর্থকদের (PTI Supporter) সঙ্গে ধুন্ধুমার পাকিস্তান পুলিশের(Pakistan Police)। পাকিস্তানের লাহোরে ইমরান খানের (Imran Khan) বাড়ির সামনেই বুধবার সংঘর্ষ হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান পুলিশের। সরকারের তরফে লাহোরে জমায়েত ও র‌্যালিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই ইমরান খানের বাড়ির সামনে বিশাল জমায়েত করেছিল পিটিআই সমর্থকরা। তাদের সরাতে গিয়েই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একজন পিটিআই সমর্থকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, পিটিআই সমর্থকদের সরাতে পুলিশ কাঁদানে গ্য়াস ও জল কামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েই মৃত্য়ু হয় এক পিটিআই সমর্থকের। পিটিআই সমর্থকদের তরফে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবেই জমায়েত করেছিলেন। কিন্তু ১৪৪ ধারা জারি করে পুলিশ সমর্থকদের গ্রেফতার করে। জানা গিয়েছে, ১০০-রও বেশি পিটিআই সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।

পিটিআই নেতা শিরেন মাজারি বলেন, “পিটিআই সমর্থক আলি বিলাল (৪০)-র মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়, তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। আরও কমপক্ষে ১২ জন পিটিআই সমর্থক আহত হয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। মহিলা সমর্থকদের উপরও জলকামান ব্যবহার করা হয়েছে। সেই জলে রাসায়নিক মেশানো ছিল।”

 

Share this News

RELATED NEWS