আলুর বন্ড সংগ্রহে হুড়োহুড়ি, জলপাইগুড়িতে পায়ের চাপে অসুস্থ অনেকে

  • By UJNews24 Web Desk | Last Updated 10-03-2023, 01:43:37:pm

আলু বন্ড (Potato Bond) সংগ্রহ করার জন্য হুড়োহুড়ি। পদপিষ্ট (Trampled) হয়ে জখম হলেন বেশ কয়েকজন।

হিমঘরে আলু রাখার বন্ড দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়িতে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসুস্থ এবং আহত হন বেশ কয়েকজন কৃষক।

 

শুক্রবার থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ছ’টি হিমঘরে আলু রাখার বন্ডের কুপন দেওয়া শুরু হয়। কুপন সংগ্রহ করতে বৃহস্পতিবার রাত থেকে প্রতিটি হিমঘরের সামনে ভিড় করে দাড়িয়ে ছিলেন প্রচুর কৃষক। সকালে হিমঘর খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। আর এর জেরে পড়ে গিয়ে আহত হন দুজন মহিলা সহ বেশ কয়েকজন কৃষক।

আহত এবং অসুস্থদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে কৃষকদের মধ্যে। তাঁরা জানান, সব ক’টি হিমঘর মিলিয়ে অসুস্থ জনা ২৫ কৃষক। এদের মধ্যে মহিলাও রয়েছে। এদের কারও হাত কিংবা পা ভেঙেছে। সকলে হাসপাতালে ভর্তি।

ঘটনায় জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, বন্ড বিলির ভিড় ছিল। ভিড়ের চাপে কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Share this News

RELATED NEWS