গাঁজা খেয়ে ধরা পড়েছে 15 বছরের ছেলে, পোলে বেঁধে চোখে-মুখে লঙ্কার গুঁড়ো ঘষে দিল মা

  • By UJNews24 Web Desk | Last Updated 10-03-2023, 04:10:54:pm

 ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। ডাক্তাররা বলে থাকেন, এমনকি সিগারেট বা বিড়ির প্যাকেটে পর্যন্ত লেখা থাকে। কিন্তু তারপরেও মানুষ ধূমপান করেন। সিগারেটের থেকেও আরও কয়েক গুণ বেশি ক্ষতিকারক হল গাঁজা। গঞ্জিকা সেবন মানুষকে আরও ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে। কারণ, এটি একটি সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, যা মস্তিষ্ককে ব্যাপকভাবে প্রভাবিত করে। যদিও কিছু ওষুধ তৈরি করতেও গাঁজা ব্যবহৃত হয়। গাঁজা ব্যবহার করে ক্যানসারের মতো মারণ রোগও সেরে যেতে পারে বলে একাধিক গবেষণা থেকেও জানা গিয়েছে। কিন্তু সে যাই হোক না কেন, গাঁজার আসক্তি মানুষের মধ্যে মানসিক ব্যাধির সৃষ্টি করতে পারে। কিন্তু আজকাল কম বয়সীদের মধ্যে গঞ্জিকা সেবনের প্রবণতা অত্যন্ত বেশি। সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাঁজার নেশায় আসক্ত একটি ছেলে বাড়িতে ধরা পড়ার পর তাঁর মা কী করলেন!

 

টুইটারে একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ইলেকট্রিক পোলে বাঁধা রয়েছে একটি ছেলেকে। আর সে চিৎকার করতে-করতে অঝোর কান্না কেঁদে চলেছে। এক মহিলাকেও দেখা গিয়েছে, ছেলেটির হাতে কিছু একটা ধরিয়ে চিৎকার করে বকুনি দিতে। তারপর ওই মহিলা তাঁর ছেলের মুখে কিছু একটা দেওয়ার চেষ্টা করছিলেন এবং ছেলেটি তাঁর মাকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে।

 

Share this News

RELATED NEWS