হোলির রাতে মদ খেয়ে গালিগালাজ! প্রতিবাদ করতেই ‘খুন’ করার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

  • By UJNews24 Web Desk | Last Updated 11-03-2023, 10:49:02:am

মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় প্রৌঢ়কে পিটিয়ে ও কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মালদহে। মৃত বৃদ্ধের স্ত্রী, পুত্রও আহত হয়েছেন বলে অভিযোগ। মারধরের অভিযোগ উঠেছে,  প্রতিবেশীদের বিরুদ্ধেই। হোলির রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম উদয় মণ্ডল (৬০)। আহত হয়েছেন তাঁর স্ত্রী তরুলতা মণ্ডল ও তাঁদের ছেলে উৎপল মণ্ডল। বর্তমানে তরুলতা দেবী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও উৎপলের চিকিৎসা চলছে জেলার একটি বেসরকারি হাসপাতালে।

 

বৃদ্ধের প্রতিবেশী প্রতাপ চৌধুরী , অলোকা চৌধুরী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, হোলির রাতে মদ্যপ অবস্থায় প্রতাপ চৌধুরীরা গালিগালাজ করছিলেন। সেই সময় প্রতিবাদ করেন উদয় মণ্ডল। এরপরই নাকি ছুটে আসেন অভিযুক্তরা। ধারাল অস্ত্র দিয়ে পরপর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। বৃদ্ধকে বাঁচাতে যান তাঁর ছেলে ও স্ত্রী। তাঁদেরকেও ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতেই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় উদয় মণ্ডলের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share this News

RELATED NEWS