ইসলামপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান সহ ১২, থমথমে এলাকা

  • By UJNews24 Web Desk | Last Updated 11-03-2023, 02:27:24:pm

 ইসলামপুরের মাটিকুন্ডার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম সহ মোট ১২জন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার মূল অভিযুক্ত সহ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম।

বৃহস্পতিবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বোমার আঘাতে মৃত্যু হয় স্থানীয় এক ভলেন্টিয়ার সাবিক আখতার। শুক্রবার প্রিজন ভ্যানে বসে নিজের স্বপক্ষে অভিযুক্ত প্রধান মেহেবুব আলম বলেন, আমি কাউকে হত্যা করিনি। ওরাই গুলি বোমা মজুত করেছিল। বাইরের লোক বাড়িতে রেখেছিল। ভয়ে আমি নিজেই নদীর পাড়ে পালিয়ে ছিলাম।

আমার নাম উঠে আসায় নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছি। আমি সাকিব আখতারকে কেন, কাউকেই গুলি চালাইনি। ঘটনাস্থলেও ছিলাম না।” অন্যদিকে, বৃহস্পতিবার রাতে নিহত সাকিব আখতারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। আজ মৃতদেহের ময়নাতদন্ত হবে।

 

Share this News

RELATED NEWS