রাস্তা মেরামতের দাবিতে মন্ত্রী মনোজের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের

  • By UJNews24 Web Desk | Last Updated 13-03-2023, 04:08:18:pm

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ – যে কোনও জায়গাতেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা মন্ত্রীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে যে কোনও কারণে। এবার ঠিক বিক্ষোভ নয়, দলীয় পতাকা হাতে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির (Manoj Tiwari Mla) রাস্তা আটকে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। মন্ত্রী মশাই যাচ্ছেন নিজের দরকারি কাজে। খুব ব্যস্ত কর্মসূচি। হঠাৎ তাঁর গাড়ির কনভয়ের সামনে দাঁড়িয়ে পরলেন এলাকার বাসিন্দারা। তাও আবার তাঁদের হাতে তৃণমূলের পতাকা নিয়ে।

ঘটনাস্থল হাওড়া (Howrah) জেলার জগাছা থানার অন্তর্গত আড়ুপাড়া সুভাষনগর এলাকার। পুলিশি কনভয়ের সঙ্গে যাচ্ছেন রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য মনোজ তিওয়ারি । তখনই মন্ত্রীর পথ আটকান এলাকার মানুষ। তাঁদের অভিযোগ এই এলাকার রাস্তা খারাপ বলে তাঁদের সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দারা মন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ তুলে ধরেন।

রবিবার ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। সঙ্গে ছিল কনভয়। পথ আটকানো ও প্রতিবাদ জানানোর বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রশাসনের পক্ষ থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে না৷ প্রায় বহুদিন হয়ে গেল রাস্তা বেহাল অবস্থায় রয়েছে”।

ওই বাসিন্দা আরও বলেন, “শুধু ভোট হলেই দেখা মেলে নেতাদের। তারা আসেন বিভিন্ন প্রতিশ্রুপতি দিয়ে ভোট নিয়ে চলে যান। কিন্তু ভোট মিটে গেলে আর কারো দেখা পাওয়া যায় না”। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়ি থেকে নেমে আসতে হয় মন্ত্রী মনোজকে। মন্ত্রী যথারীতি গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে সেই রাস্তা পরিদর্শন করেন, তাঁদের সমস্যা শোনেন।

 

Share this News

RELATED NEWS