মধ্যরাতে বাড়িতে পুলিশের হানা! হাই কোর্টের দ্বারস্থ কৌস্তুভ বাগচী, বুধে শুনানির সম্ভাবনা

  • By UJNews24 Web Desk | Last Updated 14-03-2023, 03:04:29:pm

পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। গত ৩ মার্চ গভীর রাতে তাঁর বাড়িতে যে ভাবে কলকাতার বড়তলা থানার পুলিশ হানা দিয়েছিল, সেই পদক্ষেপের বিরুদ্ধে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন কৌস্তুভ। মামলা দায়েরের অনুমতি মিলেছে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানির সম্ভাবনা।

 

গত ৩ মার্চ, শুক্রবার রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে ৪ মার্চ, শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ‘বিনা কারণে’ কলকাতার বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে দাবি করেন কৌস্তুভ। কংগ্রেস নেতার গ্রেফতারি ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। শনিবারই বিকেলে জামিনে মুক্তি পান কৌস্তুভ। জামিন পাওয়ার পরই আদালত চত্বরে নাপিত ডেকে মাখা মুড়িয়ে ফেলেন তিনি। মস্তক মুণ্ডনের পর কৌস্তুভ বলেছিলেন, ‘‘যত দিন না মমতার সরকারকে উৎখাত করছি, তত দিন মাথার চুল রাখব না।’’ সেই পর্বের পর এ বার পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে গেলেন কংগ্রেস নেতা।

 

Share this News

RELATED NEWS