আবার কোচ বদলে গেল পাকিস্তানের! বাবরের দলের নতুন হেডস্যর কে?

  • By UJNews24 Web Desk | Last Updated 15-03-2023, 02:47:37:pm

আবার পাকিস্তানের কোচ বদলে গেল। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে নতুন কোচের অধীনে খেলবে তারা। পাকিস্তান বোর্ড জানিয়েছে, আব্দুল রেহমানকে অন্তর্বর্তিকালীন কোচ করা হয়েছে। প্রাক্তন বোলার উমর গুল থাকবেন বোলিং কোচ হিসাবে। এ ছাড়া, মহম্মদ ইউসুফ এবং আব্দুল মজিদ যথাক্রমে ব্যাটিং এবং ফিল্ডিং কোচ হিসাবে থেকে যাচ্ছেন।

ঘরোয়া ক্রিকেটে মজিদের দীর্ঘ কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন তিনি। এখন পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান দলের সহকারী কোচ তিনি। গত বছর পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করিয়েছেন।

দায়িত্ব পেয়ে টুইটারে বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন রেহমান। লিখেছেন, “যে সম্মান আমাকে দেওয়া হল, তা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার উপরে আস্থা রাখার জন্য এবং পাকিস্তানের ক্রিকেটের সেবা করার সুযোগ দেওয়ার জন্য পাক বোর্ড এবং চেয়ারম্যানকে ধন্যবাদ। আমার অভিজ্ঞতা কাজে লাগানোর দারুণ একটা সুযোগ পেলাম।”

 

Share this News

RELATED NEWS