আদালতে ধাক্কা শ্রাবন্তীর, রোশনের বিরুদ্ধে খোরপোষ মামলায় স্থগিতাদেশ
- By UJNews24 Web Desk | Last Updated 15-03-2023, 03:39:39:pm
টলিউডের অন্যতম জনপ্রিয় ও গর্জাস অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় জগৎ নিয়ে তিনি যত না লাইমলাইটে থাকেন তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন অভিনেত্রী। তিনবার বিবাহবিচ্ছেদ হওয়ার পর শ্রাবন্তীর জীবনের প্রতিটি মুহূর্তই যেন হয়ে ওঠে পেজ থ্রি-র হট কেক। এই মুহূর্তে প্রাক্তন স্বামী রোশনকে নিয়ে ফের পেজ থ্রি-র খবরে চর্চায় রয়েছেন ভয় পেও না খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে বিতর্কের তো অন্ত নেই। এবার পুরনো ঘটনার নতুন করে মুখ পুড়ল শ্রাবন্তীর। প্রাক্তন স্বামী রোশনের বিরুদ্ধে করা খোরপোষ মামলার অন্তর্বতী স্থগিতাদেশ দিল আদালত।
উল্লেখ্য, রোশনের সঙ্গে একছাদের তলায় না থাকলেও আইনি মতে এখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ই তাঁর স্ত্রী। ডির্ভোসের মামলা এখনও আদালতে বিচারাধীন। ২০২১ সালেই সেই খবর প্রকাশ্যে আসে। এবার বিবাহবিচ্ছেদ মামলায় এল নতুন মোড়।
রোশন সিং-এর বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় খোরপোষের মামলা করেছিলেন শ্রাবন্তী। তবে আদালত আপাতত সেই মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল। মঙ্গলবার আদালতের তরফে এমনটাই জানান হল।